প্রিয় লেখক আমীরুল ইসলাম তোমাদের জন্য লিখেছেন এই ছড়াগুলো। পড়ে জানিও তো, কেমন লাগলো!
পিঁপড়ে কপালে লাল টিপরে...
এক যে ছিল পিঁপড়ে
হিপ হিপ হিপ হিপরে
কপালে লাল টিপরে
এক যে কালো পিঁপড়ে
হিপ হিপ হিপ হিপরে।
পিচ্চি
এক যে ছিল পিচ্চি
যেই না কোলে নিচ্ছি
অমনি দিল হাঁচ্চি
আমি তখন খাচ্ছি।
চটপট
চটপট থেকে চটপটি
লটপট থেকে লটপটি
ঝটপট থেকে ঝটপটি।
ভটভট থেকে ভটভটি
কটকট থেকে কটকটি।
গরু
এক ছিল গরু
ল্যাজ তার সরু।
এক ছিল গাধা
দাঁত তার শাদা।
গান গায় পা-ধা
সারে গামা পাধা।
গরু আর গাধা
দু'জনেই হাঁদা।
বা...আ...প
বাপরে বা...আ...প
কত্তো বড় সা...আ...প
একটা নয় দুইটা নয়
কুড়ি আর দুই বাইশ
মিথ্যা কথা ভাবিস যদি
আমার বাড়ি যাইস।