মস্ত বড় বিজ্ঞানী ও দার্শনিক ছিলেন তিনি।
এইটুকুন বয়স থেকেই তার মাথায় খেলা করতো রাজ্যের বুদ্ধি!
যা দেখতেন সবই যুক্তি দিয়ে প্রমাণের চেষ্টা করতেন।
যেমন ধরো, তুমি বললে রোবট কখনও মানুষ হতে পারে না।
তবে তিনি বলতেন, রোবটও মানুষ!
তোমার যেমন দুটি পা, দুটি হাত, চোখ, কান, নাক আছে, রোবটেরও কিন্তু তাই আছে।
সব বিষয়েই তার জ্ঞান ছিল।
আকাশের তারাও গুনতে পারতেন তিনি।
জানো, তিনি ছিলেন মহাবীর আলেকজেন্ডার দ্য গ্রেটের শিক্ষক।
আরও কার শিক্ষক ছিলেন জানো?
মহাদার্শনিক প্লেটোর।
ক্লাসের পরীক্ষা একদম পছন্দ করতেন না তিনি।
অঙ্কে ছিল রাজ্যের জ্ঞান।
তিনি যেখানে মাষ্টারি করতেন, সেখানে লিখে রেখেছিলেন-
'যে জ্যামিতি জানে না, সে এখানে ঢুকতে পারবে না!'
যিশুর জন্মের ৩৮৪ বছর আগে গ্রীসের থারেস উপকূলবর্তী স্টাগিরাসে তার জন্ম হয়েছিল।
তার মানে, বেঁচে থাকলে এখন তার বয়স কতো হতো, সেটা হিসেব করতে ২০২০-এর সঙ্গে ৩৮৪ যোগ করতে হবে!
তার বাবা ছিলেন মেসিডোনিয়ার রাজা ফিলিপের রাজবদ্যি।
তিনি মারা যান খ্রিষ্টপূর্ব ৩২২ সালে।
কার কথা বলছি এতোক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো।
তবু বলি, সেই মহাজ্ঞানি মানুষটি ছিলেন এরিস্টটল।