এক দেশে ছিলো দুই বন্ধু।
প্রাণের বন্ধু তারা।
একে অন্যকে কথা দিয়েছিলো, আজীবন তাদের ওই বন্ধুত্ব অটুট থাকবে।
তারা যখন বড় হয়ে বিয়ে করলো, তাদের বাড়ি দুটিও বানালো একেবারে সামনাসামনি।
একদিন সেই গ্রামের এক চালাক লোক ভাবলো, ওই দুই বন্ধুর সঙ্গে একটু দুষ্টুমি করবে।
লোকটি একটি কোট পরলো।
কোটটি এমন ছিলো যে, এটির মাঝ বরাবর দুই দিকে দুই রঙ।
কোটের এক দিক লাল রঙ, আরেক দিক ছিলো নীল।
লোকটি সেই কোট পরে ওই দুই বন্ধুর বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলো। তখন ওই দুই বন্ধু তাদের বাড়ির সামনের ক্ষেতে কাজ করছিলো।
দুই জন কাজ করছিলো একেবারে মুখোমুখি।
চালাক লোকটি এমন অঙ্গভঙ্গি করলো, যেন তাদের চোখে পড়ে।
বিকেলে কাজ শেষ হলে এক বন্ধু আরেক বন্ধুকে বললো, 'তখন এক লোক যে লাল কোট পরে হেঁটে যাচ্ছিলো, সেই কোটটা দারুণ ছিলো, তাই না?'
অন্য বন্ধুটি বললো, 'লাল নয়! সে একটি নীল কোট পরেছিলো!'
প্রথম জন বললো, 'আমি নিশ্চিত, কোটটি লাল ছিলো!'
দ্বিতীয় জন বললো, 'তুমি নির্ঘাত ভুল দেখেছো।
আমি নিজে দেখেছি, কোটের রঙ ছিলো নীল!'
প্রথম বন্ধু আবার বললো, 'আমি জানি আমি কি দেখেছি। কোটটি লাল রঙেরই ছিলো!'
এবার দ্বিতীয় বন্ধু রেগে গিয়ে বললো, 'তুমি কিছুই জানো না!
কোটটি নীলই ছিলো, আমি বলছি!'
এভাবে তাদের তর্ক চলতেই থাকলো।
একসময় ঝগড়াটি হাতাহাতি পর্যন্ত গড়ালো!
দুই বন্ধু এক পর্যায়ে একে অন্যকে বললো, 'আমাদের বন্ধুত্ব এখানেই শেষ!'
ঠিক তখনই ওই চালাক লোকটি সেখানে এলো এবং ঝগড়ারত দুই বন্ধুকে তার কোটটি দেখালো।
এতো ছোট একটি বিষয়ে দুই জনকে ঝগড়া করতে দেখে সে হাসলো!
দুই বন্ধু কোট দেখে ওই চালাক লোকটির ওপর ক্ষেপে গিয়ে বললো, 'আমরা বছরের পর বছর একসঙ্গে আছি ঠিক ভাইয়ের মতো।
আজ শুধু তোমার ওই দুষ্টুমির জন্য আমাদের এতো বছরের সম্পর্ক নষ্ট হতে যাচ্ছিলো।'
লোকটি তখন বললো, 'এই ঝগড়ার জন্য আমাকে দায়ী করো না!
আমি তোমাদের ঝগড়া করতে বলিনি।
তোমাদের দুই জনের কথাই ঠিক আবার দুই জনের কথাই ভুল।
তবে হ্যাঁ, তোমরা নিজের চোখে যা দেখেছো, সেটিই বিশ্বাস করেছো।
তোমরা ঝগড়া করেছো।
কারণ তোমরা কেবল নিজের দেখা এবং ভাবনাকেই গুরুত্ব দিয়েছো।'