বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন ঈশপের গল্প!

  • আবু সাঈদ জুবেরী    
  • ২৫ নভেম্বর, ২০২০ ০৭:৫৯

ঈশপের গল্প পড়েছো তোমরা। ঈশপের সেই গল্প পড়ে নতুন করে একটি গল্প লিখেছেন প্রিয় লেখক আবু সাঈদ জুবেরী। গল্পটা পড়ে দেখো কেমন লাগে...

দুই যুগ বিদেশে কাটিয়ে দেশে ফিরলো লতিফ মিয়া।

পুরনো ঘরদোর ভেঙে নতুন দালান উঠলো বাড়িতে।

জমিজমা চাষবাস করতে এলো একখানা ট্রাক্টর।

পুকুর সংস্কার হলো এবং তাতে মাছের পোনা পড়লো।

ফলের পুরনো গাছগুলো ফেলা হলো কেটে।

যারা লতিফ-দাদুর সমবয়েসী তারা হা-হা করে উঠলো-

'আহা-হা করো কী? ফলবতী গাছ কাটতে নেই।

তোমার তো অনেক জমি, নতুন গাছ ওখানে লাগাও।'

ব্যাজার হয়ে গেলো তার মুখ, 'কী সব আবোল-তাবোল বকছো তোমরা!

আম-জাম-কাঁঠালের মতো বাজে গাছ রেখে লাভ কী?'

'বাজে গাছ!'

সমবয়েসীরা হতবাক, 'তোমাদের বাগানে আরও কত রকমের ফল গাছ- আমড়া, চালতা, জাম্বুরা, বড়ই, আমলকী- সব কেটে ফেলবে?'

লতিফ দাদুর কপাল কুঁচকে গেলো- 'এসব রাখার মানে কী?

তোমরা খাও না, বিক্রি হয়।

বাজার থেকে তো আঙুর, আপেল, নাশপাতি হরদম আগুনে-দামে কিনছো। ... আমাকে কেন উপদেশ দিচ্ছো আম-জাম-জাম্বুরা গাছ রেখে দিতে?'

সমবয়সী একজন বললো, 'আফটার অল লতিফ, দেশি ফলের বাগান-কেটে ফেলা বোধহয় ঠিক হবে না।'

সে পরামর্শ তিনি শুনলেন না।

গড়ে উঠলো আঙুর-আপেলের বাগান।

দিনের পর দিন যায়, মাসের পর মাস, তারপর বছর।

গাছ বাড়ে, ফুলই হয় না, ফল তো দূরের কথা।

দিন আরও গড়ায়।

পাড়ি দেয় মাস হয়ে বছরে।

সব চুল-দাঁড়ি শাদা হয়ে যায়।

একদিন ফুল আসে।

ঝরে যায় কিছুদিন যেতে না যেতেই।

পরের বছর আবার ফুল আসে।

শাদা চুল ও দাড়িঅলার হাতে লাঠি ভর করে ঠুকঠুক শব্দ শোনা যায় আঙুর লতার ঝোপের আশপাশে।

কিছুদিন যেতে না যেতেই আঙুরলতার ঝোপ থেকে চিৎকার ভেসে আসে কারও- 'ধরছে, ধরছে।'

তখন বিকেল।

ঘর থেকে সবে বেরিয়েছি মাত্র, মনে হলো ভাগ্য সদয়।

আমার আর বুঝতে বাকি রইলো না, লতিফ দাদুর বাগানে আঙুর ধরেছে। মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে।

সাধে কী আর আমাকে পণ্ডিত বলে?

পায়ে পায়ে কাছে গেলাম বাগানের।

ধারণা সত্যি।

থোকা থোকা পাকা আঙুর ঝুলছে।

যেদিক চোখ যায়, সেদিকে আঙুর।

আমার জিবে জল এসে গেলো।

এরকম পাকা ফল দেখলে কার না লোভ হবে বলো?

লাফ দিয়ে নাগালে পাওয়া গেলো এক থোকা।

মুখে দিতেই শরীরের লোম শিরশিরিয়ে উঠলো।

এতো টক?

মন খারাপ হলো আমার।

বেচারা লতিফ দাদু, অযথাই সময় নাশ!

দেশি ফল হলে দু'তিন বছরে কতো খেতে পারতে তুমি।

এখন মিষ্টি বানাতে যাবে আরও সময়।

সেই আঙুর ফলকে টক বলবে না, মিষ্টি বলবে?

এ বিভাগের আরো খবর