বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোয়ালা ঘুমায় ১৮ ঘণ্টা: তুমি ঘুমালেই দোষ?

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ নভেম্বর, ২০২০ ০৯:৩৭

শিম্পাঞ্জির হ্যান্ডশেক

প্রাণীদের মধ্যে কেবল শিম্পাঞ্জিরাই মানুষের মতো হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে।

 

চোখ খুলে ঘুম

এক চোখ খোলা রেখে ঘুমাতে পারবে?

তুমি না পারলেও ডলপিন দিব্যি চোখ খোলা রেখে ঘুমাতে পারে।

চাইলে তুমিও চেষ্টা করতে পারো।

তবে কেউ ট্যারা না বল্লেই হয়!

 

জলের তলে ৩০ মিনিট

তুমি শ্বাস বন্ধ করে কতোক্ষণ থাকতে পারবে?

এক মিনিট?

দুই মিনিট?

তবে জলের তলে দিব্যি ৩০ মিনিট শ্বাস বন্ধ করে থাকতে পারে জলহস্তী।

 

শিস শোনা যায় ৫৩০ মাইল

নীল তিমি প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে শব্দ করতে পারে।

কত জোরে?

তারা একে অন্যের সঙ্গে ভাব বিনিময়ে এক ধরণের শিস দেয়।

তা ৫৩০ মাইল দূর থেকেও শোনা যায়।

বাপরে!

 

পিঁপড়ের চিরুনি

চিরুনি ব্যবহার করে পিঁপড়ে।

শুধু কি তাই?

তারা সামনের দুপায়ের ভাঁজের কাছে চিরুনিও রাখে।

যা প্রয়োজন হলেই কাজে লাগায়।

আর নিজেকে পরিপাটি করে নেয়।

 

২৪ ঘন্টার ১৮ ঘণ্টাই ঘুমে

যারা ঘুম কাতুরে।

যখন তখন ঘুম পায়।

তাদের বলি, বড়রা ঘুমের জন্য বকা দিলে তাদের জানিয়ে দাও যে, কোয়ালারাও ঘুম কাতুরে।

তারা দিনের ২৪ ঘন্টার ১৮ ঘণ্টাই ঘুমে কাটিয়ে দেয়।

 

উল্টে পড়ে ডানে

অজ্ঞান হয়ে উল্টে পড়ার সময় পিঁপড়েরা ডানেই পড়ে।

কোন পিঁপড়ে কখনও বামে পড়ে যাওয়ার অভিনয় করলে ধরে নিবে সে তোমার মতোই ফাঁকিবাজ!

এ বিভাগের আরো খবর