ওগি, আকাশি রঙের আলসে বিড়াল।
দিন কাটে টিভি দেখে আর টুকিটাকি ঘরের কাজ করে।
বাকি সময়টা সে লেগে থাকে তিন তিনটে তেলাপোকার পেছনে।
এই যে, শিরোনামে যে তিন তেলাপোকার কথা বললাম তাদের পেছনে আর কি!
এরা কিন্তু ওগির জীবনটা অতিষ্ঠ করে রেখেছে।
তিন তেলাপোকার একজন জোয়ে।
শরীরটা গোলাপি, মাথাটা তার রক্তবর্ণ।
আর মজার ব্যাপার হচ্ছে, জোয়ের ডান চোখ গোলাপি আর বাম চোখ হলুদ। সে নিজেকে তেলাপোকাদের সর্দার মনে করে।
যদিও দলের সবচেয়ে ছোট তেলাপোকা সে।
আরেক তেলাপোকা মার্কির শরীরটা ধূসর রঙের।
মাথাটা তার সবুজ।
চোখ দুটো গোলাপি।
লম্বু সে।
দলের কাউকে নিয়ে ওর মাথাব্যথা নেই।
ওগিকে বিপদে ফেলার নতুন বুদ্ধি বের করছি...
এবার তিন নম্বর তেলাপোকা ডিডির কথা বলি।
ডিডির পেটে কেবল খিদে আর খিদে।
শরীর নীল।
নীল বলে খেতে নেই বুঝি!
ডিডির মাথা কমলা রঙের।
আর চোখ দুটো সবুজ।
তো এই তিন তেলাপোকা ওগির ফ্রিজ থেকে খাবার বের করে নিতে গেলেই রগ চটে যায় ওগির।
আসলে পুঁচকে এই দুষ্টুগুলোর কাজই হচ্ছে ওগিকে অশান্তিতে রাখা।
ওগিও কম যায় না।
লেগে যায় ওদের পেছনে।
কখনও তার সঙ্গী হয় কোনো কাঁকড়া, কখনও ঘোড়া, কখনও ইঞ্জিনিয়ার শিশু।
আবার কুকুর ছানা, অক্টোপাসও কিন্তু তার সঙ্গে থাকে।
তাই বলে সব পর্বে কিন্তু তেলাপোকাদের সঙ্গে পেরে ওঠে না ওগি।
সে যাই হোক, ওগি জিতুক কিংবা হারুক, তার কাজকর্ম দেখতে কিন্তু দারুণ মজা।
মজার এই কার্টুন সিরিজটি তৈরি করেছেন ফরাসি জেন ইয়ে রেমবাস।
কার্টুনটি তৈরি ফ্রান্সে।
এ পর্যন্ত সিরিজ হয়েছে সাতটি।
আর পর্ব ৫০১টি।
প্রতিটি পর্ব ৭ মিনিট করে।
পর্ব প্রচার শুরু হয় ১৯৯৮ সালের ২৮ নভেম্বর থেকে।
ওগি আর তিন তেলাপোকার কাণ্ড-কারখানায় হাজির থাকে জ্যাক নামের আরেকটা বিড়াল।
সে আবার ওগির কাজিন।
থাকে ওগির পড়শি বব নামের একটা বুলডগ।
ওগির বোন মনিকা আর ওগির বান্ধবী অলিভিয়াকেও দেখা যায় মাঝে মধ্যে। অলিভিয়া আবার অন্য রকম বিড়াল।
ভীষণ রকমের প্রকৃতি ভক্ত।
দুনিয়ার সবকিছুই তার প্রিয়।
এমনকি ওগির শত্রুদেরও।
এবার ওগি আর তিন তেলাপোকার কাণ্ড-কারখানা ভক্তদের একটা খবর দেই।
'ওগি অ্যান্ড দ্য ককরোচেস : দ্য মুভি' নামে সিনেমাও মুক্তি পেয়েছে। চাইলে সেটিও দেখে নিতে পারো।
আর ওগিদের সর্বশেষ কাণ্ড-কারখানা জানতে চাইলে এই লিংকে চোখ বুলাতে পারো।
কার্টুন না সিনেমা; ভালো লেগেছে কোনটা?
জানাও আমাদের...