শহর থেকে দূরে বড় সড়কের পাশে একটি গ্রাম।
সেই গ্রামের একটি রেস্টুরেন্ট।
সবাই অবাক হয়ে দেখছে, রেস্টুরেন্টের মালিক এক ক্রেতাকে মারছে। ঘটনাটা কী?
পিঠের উপর চাবুক পড়ছে শপাং শপাং।
চাবুকের আঘাতে তার ছেঁড়া শার্টটি আরও ছিঁড়ে যায়।
সবাই নির্বাক।
অবশেষে খদ্দেরদের মাঝ থেকে হগরানাসার নামের এক লোক ভিড় থেকে এগিয়ে যায় রেস্টুরেন্টের মালিকের সামনে।
মালিককে দুহাত ধরে টেনে এক পাশে নিয়ে যায় সে।
তারপর জিজ্ঞেস করে, 'কী হয়েছে, বলুন তো! এই বেচারাকে মারছেন কেন?'
'টাকা নেই, পয়সা নেই।
এই ফকিরটি খাবারের দাম পরিশোধ না করেই চলে যাচ্ছিলো,'
মালিক রাগে কাঁপতে কাঁপতে বললো।
'কী খেয়েছে সে?
কতো টাকাই বা আপনি পান তার কাছে?'
'আমার রেস্টুরেন্টের একটি টেবিলের সামনে সে বসেছে।
একটি মিষ্টি রুটি ছুঁয়ে দেখেছে।
কোনো কিছুর অর্ডার না দিয়ে বসে থেকেছে অনেক সময়।
রান্নাঘর থেকে ভেসে আসা রুটির ঘ্রাণ নিয়েছে।
এজন্য তাকে মূল্য দিতে হবে।
বিনা পয়সায় কেন রুটির ঘ্রাণ নেবে সে?'
মালিক গড়গড় করে বলে গেলো কথাগুলো।
'কী বলছে লোকটা?
এ ব্যাপারে কি তোমার কিছু বলার আছে?'
ভিখিরিকে জিজ্ঞেস করলো হগরানসার।
'হ্যাঁ, আমি তার রেস্টুরেন্টে গিয়েছিলাম।
একটি চেয়ারের সামনে বসেও ছিলাম।
খাবারের দামটা ছিলো অনেক বেশি।
আমার কাছে একটি রুটি ছিলো।
সেটিই আমি খেয়েছিলাম।
এজন্য কি আমাকে টাকা দিতে হবে?'
সে বললো।
'তোমার বক্তব্য ভালো।
কিন্তু তোমার কাছে কি কোনো টাকা পয়সা নেই?'
'আছে। মাত্র কয়েকটি পয়সা।'
'সেগুলো আমাকে দিয়ে পথ মাপ তো বাপু!'
মাথা ঝাঁকিয়ে রেস্টুরেন্টের মালিক বললো।
'দয়া করে চুপ করুন তো মশাই! আমাকে কথা বলতে দিন।
তার পকেট থেকে পয়সাগুলো বের করতে দিন না'
বললো হগরানাসার।
এরপর সে লোকটির কানে কানে কী যেন বললো।
তারপর পয়সাগুলো হাতে নিয়ে রেস্টুরেন্টের মালিককে ইশারায় ডাকলো।
হাতের মধ্যে থাকা কয়েনগুলো ঝনঝন করে বাজিয়ে রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞেস করলো, 'ঝনঝন শব্দটি শুনতে পাচ্ছো তুমি?'
'হ্যাঁ'
মাথা নেড়ে বললো রেস্টুরেন্টের মালিক।
'ন্যায্য বিচার করেছি আমি'
হগরানাসার শান্ত কণ্ঠে বললো, 'সে তোমার রান্না করা খাবারের ঘ্রাণ নিয়েছিলো।
আর এ জন্যেই তুমি তার কাছে খাবারের দাম দাবি করে বসলে।
তুমি তার কয়েনের ঝনঝনানি শুনেছো।
তাতেই কয়েন নেওয়া হয়ে গেছে তোমার!
এখন তাহলে ক্ষ্যান্ত দাও তো বাপু!
কয়েনের ঝনঝনাটির চেয়ে খাদ্যের সুঘ্রাণ বেশি দামী নয়।
এর চেয়ে আরও বেশি কী চাও তুমি?'
মুখে মৃদু হাসি এনে বললো হগরানাসার।