বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লুৎফর রহমান রিটনের বক আর পেঙ্গুইন...

  •    
  • ৩১ অক্টোবর, ২০২০ ১৮:১২

দুধশাদা বক

 

খাল বিল নদী তীরে দুধশাদা বক

শুভ্র পালক তার করে ঝকঝক।

লিকলিকে সরু আর লম্বাটে ঠ্যাং

তাকে দেখে চিরকাল ভয় পায় ব্যাঙ।

হাঁটুজলে দাঁড়িয়ে সে ইতিউতি চায়

ইয়া বড় ঠোঁট দিয়ে মাছ ধরে খায়।

সাপ খায় ব্যাঙ খায় খায় কেঁচো পোকা

বকবক করে না সে বুঝেছিস বোকা?

খানিকটা বাঁকা সরু লম্বাটে গলা

মন্থর রাজকীয় তার হাঁটাচলা।

ডানা মেলে উড়ে যায় দুধশাদা বক

রোদ লেগে ডানা তার করে চকচক...

 

পেঙ্গুইন

 

এইতো সেবার দেখা হলো পেঙ্গুইনের সঙ্গে

পেঙ্গুইনটা হাঁটছিলো ভাই ঠিক মানুষের ঢঙ্গে!

শাদা শরীর তার ওপরে চাপিয়ে কালো কোটটা

যখন হাঁটে দারূণ দেখায়! কমলারঙ ঠোঁটটা!

 

গুল মেরেছি, কোট পড়ে না পেঙ্গুইনরা, বুঝলি?

মুজিব কোটের সঙ্গে কি তুই সামঞ্জস্য খুঁজলি?

দূর থেকে তো তেমনি দেখায় কী অপরূপ দৃশ্য!

পেঙ্গুইনকে ভালোবাসে তাইতো পুরো বিশ্ব।

 

শীতের দেশেই থাকে ওরা বরফস্নাত ঠান্ডা

ভালোবাসে। কেউ দেখেছিস পেঙ্গুইনের আন্ডা?

দলবেঁধে একসঙ্গে থাকে পেঙ্গুইনরা সাচ্চা

মা পেঙ্গুইন ডিম পাড়ে আর সে ডিম ফুটে বাচ্চা।

 

তুষার ঝড়ে পেঙ্গুইনদের হায় রে সে কী কষ্ট!

শান্তিপূর্ণ বেঁচে থাকার সব আয়োজন নষ্ট!

পেঙ্গুইনরা অভিমানী মন ভেঙে যায় অল্পে

আবেগপ্রবণ কাহিনি সব ওদের জীবন-গল্পে।

 

ঠান্ডা বরফ শীতই প্রিয় গরম অপছন্দ

তাই বরফের ওপর ওদের দারূণ নাচের ছন্দ।

 

 

এ বিভাগের আরো খবর