বন পাহাড়ের দেশে
বুকের মাঝে বন্ধ থাকা
ঝাঁপটি যখন খুলবে
সুরের মায়ায় মন যে তখন
তরঙ্গেতে দুলবে।
দূরের আকাশ হবে তখন
কাছে আসা মিতে
মেঘবালিকা তখন যেন
খবর পারে দিতে।
যাবে নাকি তাদের সাথে
বন পাহাড়ের দেশে
পথের সীমা যেখানটাতে
হারিয়ে গেছে শেষে।
চেনাজানা পথের পরেই
অন্য ভুবন থাকে
বন্ধ ঝাঁপির ডালা খোলো
সেই ভুবনের ডাকে।
ধলপহরের ডাকে
রাতাগুলো ঝকমকে পালকে ফোলা
অবিরাম ছোটাছুটি খাঁচা যদি খোলা
অমনি রাতার ডানা ফুলে ওঠ ঠিক
বুঝি সে হঠাৎ করে পেয়ে গেছে দিক।
লাল রাতা মোরগের সাথে যেও ছুটে
মাঠকোণে রাতাফুল থাকে বুঝি ফুটে
ঝলমলে রাতাফুল তির বেগে চলা
ধলপহরের ডাকে কত কথা বলা।