'তিরিশ-পঁয়ত্রিশ বছর আগে আমাদের গাঁয়ে দু’জন ডাক্তার ছিলেন।
একজন হোমিওপ্যাথি আর একজন অ্যালোপ্যাথি।
গাঁয়ের লোক ঠিক ঠিক বলতে পারতো না।
একজনকে বলত হেমাপ্যাথি আর একজনকে বলত অ্যালাপ্যাথি।
দু’জনের চিকিৎসার ধরন ছিলো বাঁধা।
কেমন ছিলো তা বলছি-
সেবার শীত পড়েছে প্রচণ্ড।
এতো বেশি ঠাণ্ডা যে, সন্ধ্যার পরই নাকের ডগা জমে একেবারে শক্ত হয়ে যায়।
আর কান দুটো এমন অবশ হয়ে আসে যে, ঠেসে কান মলে দিলেও টের পাওয়া যায় না।
এমনি সময়ে খবর এলো পশ্চিমের শালবনে একটা বিরাট ডোরাকাটা বাঘ এসে আস্তানা জমিয়েছে।
বিরাট সে তো বোঝাই যাচ্ছে।
কারণ ডোরাকাটা বাঘ তো আর শিয়ালের মতো হয় না!
শোনা গেলো, বাঘটা এসে তিন দিনের মধ্যে সাতটা বাছুর মেরেছে।
তার মধ্যে চারটের কোনো পাত্তা নেই...।'
তারপর?
তারপরের ঘটনা জানতে চাইলে পড়তে পারো ‘ফুটবল থেকে সাবধান’ বইটি। বইয়ে ফুটবল থেকে সাবধান ছাড়াও আছে
হেমাপ্যাথি,
অ্যালাপ্যাথি,
ভূতে বিশ্বাস নেই,
লড়াই মানে ফাইট,
চরু ও ব্যাঘ্রবধের ব্যাপার শিরোনামের ছয়টি গল্প।
তোমাদের জন্য এই গল্পগুলো লিখেছেন হাসান আজিজুল হক।
২০০ টাকা দামের এই বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ।
চাইলে অনলাইন তেকেও কিনতে পারবে বইটি।
বইয়ের ভেতর রঙিন ছবিসহ এর প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ।
বই পড়ে জানিও কেমন লাগলো...
আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা-newsbanglakid@gmail.com