বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঠান্ডার মা ঠান্ডার বাবা...

  • ডেস্ক    
  • ২১ অক্টোবর, ২০২০ ২০:০১

রক্ত গরম

রক্ত গরম।

কার?

মানুষের।

আর কার?

আর কচ্ছপ ছাড়া দুনিয়ার সব প্রাণীর।

একদম ঠান্ডা কচ্ছপের রক্ত।

কচ্ছপ মা যেমন ঠান্ডা। কচ্ছপ বাবাও তেমনি ঠান্ডা।

তাই চাইলে তোমরা কচ্ছপকে ঠান্ডার মা ঠান্ডার বাবাও বলতে পারো।

শক্ত খোলস এমনি এমনি?

মোটেই না।

কচ্ছপের শরীরের ওপরের অংশে যে শক্ত খোলসটি থাকে, এটি কিন্তু এমনি-এমনি থাকে না।

শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ নরম অংশ সুরক্ষিত রাখাই শক্ত খোলসের কাজ। বেড়াতে যাচ্ছি তাই মাস্ক পরে নিলাম

 

ওজন ৯০০ কেজি

গ্রামের বাড়ির ওঠানে, পুকুরে, নদীতে বা শহরের অ্যাকুরিয়ামে যে ধরনের কচ্ছপ দেখো, ওগুলো মোটামুটি ছোট আকারেরই।

তবে জগতের সবচেয়ে বড় আকারের কচ্ছপটি ঠিক কতো বড়ো?

'লিথারব্যাক সি টার্টেল' নামের এই কচ্ছপ এতোই বড় যে, ওদের একেকটার ওজন ৯০০ কেজি হয়ে থাকে!

 

কচ্ছপের বয়স সাড়ে একুশ কোটি বছর

খরগোশ আর কচ্ছপের রূপকথা সবাই জানো।

এও জানো যে, কচ্ছপ পৃথিবীর অনেক পুরনো দিনের বাসিন্দা!

ঠিক কতো বছর ধরে তারা পৃথিবীতে রয়েছে?

বেশি না; এই ধরো সাড়ে একুশ কোটি বছর!

 

লুকোচুপি

বিপদ দেখলে মাথা খোলসের ভেতর লুকিয়ে ফেলে কচ্ছপ।

তবে সব ধরনের কচ্ছপ এই জাদু দেখাতে পারে না।

যাই, ডাঙ্গায় ঘুরে আসি...

 

সাগরে থেকেও খায় বিশুদ্ধ পানি

সাগরে থাকলেও তারা কিন্তু নোনা পানি খায় না।

সামুদ্রিক কচ্ছপের গলায় বিশেষ ধরনের গ্রন্থি থাকে।

আর সেটির সাহায্যে ওরা খুব সহজেই সমুদ্রের নোনা পানি পরিশুদ্ধ করে পান করতে পারে।

কী বুদ্ধি, তাই না?

 

দুনিয়ায় এখন প্রায় ৩২৭ প্রজাতির কচ্ছপ আছে।

মন খারাপের কথা হচ্ছে, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে বেশির ভাগ প্রজাতি এখন বিপদের মুখে।

 

চলো, আমরা বড়দের বুঝিয়ে বলি।

তারা যেন কচ্ছপদের কষ্ট না দেয়।

মানুষের মতো তারাও তো এই পৃথিবীর বাসিন্দা।

 

এ বিভাগের আরো খবর