বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উঠোনে লাফিয়ে পড়লো জোছনা আর পুরনো নিমগাছের ছায়া

  • ডেস্ক    
  • ১৯ অক্টোবর, ২০২০ ১৯:৩৯

হেমন্তের এক হিমপড়া সন্ধ্যায় বাঘ-পিসেমশাইয়ের গল্প হচ্ছিলো। বলছিলেন পিসিমা। শ্রোতা তার একান্ত অনুগত ভাইপো, ভাইঝি এবং কাজের লোকদের ছেলেপুলেরা।

এর মধ্যে মাত্র কথা বলতে শিখেছে, এই রকম বাচ্চাও আছে দু’একটা। এরা পিসিমাকে বলে, ‘ফিম্মা’। ইলেকটিরিক আসেনি ওই দিন।

এ ওর গা ঘেঁষে তারা পিসিমা ও ফিম্মার গল্প শুনছিলো। দেখতে দেখতে চাঁদ উঠে পড়লো। জোছনা আর পুরনো নিমগাছটার ছায়া লাফ দিয়ে পড়লো উঠোনে।

ঠাণ্ডা হাওয়া দিলো নদীর দিক থেকে। বাচ্চাদের শীত করে উঠলো। ‘ওই সময় ইলেকটিরিক ছিলো না।’ পিসিমা বললেন। বলে গম্ভীর হয়ে গেলেন।

তারপর? তারপর কী করলেন পিসিমা? বাঘ-পিসেমশাইর গল্প শোনালেন নাকি ভয়ঙ্কর কোনো ভূতের গল্প শোনালেন?

নাকি ভূত-পিসেমশাইর গল্প শোনালেন তা বাপু তুমি নিজেই জেনে নাও না পিসিমার বাঘ-পিসেমশাই গল্পটি পড়ে।

বাপরে, কী অদ্ভুত গল্প! আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি বলতে কি, আমি যেদিন গল্পটি পড়েছি সেদিনও ইলেকটিরিক ছিলো না।

ভাগ্যিস জোছনা রাত ছিলো। নইলে তো একেবারে ভয়ে দফারফা হয়ে যেতো! সে যাকগে, পিসিমার বাঘ-পিসেমশাই গল্প ছাড়াও জিলাফ কী মানুস, বৃষ্টিপাগলী, হারুনের অদ্ভুত বাবা, দুখু মিয়া এবং রঞ্জু ও পরীসহ বইতে আরেকটি গল্প আছে মন খারাপের।

জানি না। গল্পটি পড়লে তোমার মন খারাপ হবে কিনা? আমার কিন্তু সত্যি সত্যি মন খারাপ হয়ে গিয়েছিলো। কার জন্য? সে বলবো না। তুমি পড়ে দেখো কার জন্য মন খারাপ হয়।

এই বই লিখেছেন আর মনখারাপ করা রঙ দিয়ে প্রচ্ছদ এঁকেছেন প্রিয় লেখক, প্রিয় শিল্পী ধ্রুব এষ। বইটি তোমাদের জন্য প্রকাশ করেছে বাংলাবাজারের ঐতিহ্য প্রকাশনী। ষাট টাকা দাম দিয়ে চাইলে অনলাইন থেকেও বইটি সংগ্রহ করতে পারবে। 

পড়ে জানিও কেমন লাগলো...

 

আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা- newsbanglakid@gmail.com

এ বিভাগের আরো খবর