আমি যখন ছোট ছিলাম
দূরের পাহাড় দেখে
আঁকতে গিয়ে টানটোনে সেই
পাহাড় এঁকেবেকে
নদী হলো
আমি ভাবলাম
নদীতে ঢেউ আাঁকি
আঁকতে আঁকতে
আমার নদীর
কয়েকটা ঢেউ বাকি
ছিল বলে ছবিটা আর
শেষ হয়নি পরে
পাহাড়টাকে নদীটাকে
এখনও মনে পড়ে।
আমি যখন ছোট ছিলাম
দূরের পাহাড় দেখে
আঁকতে গিয়ে টানটোনে সেই
পাহাড় এঁকেবেকে
নদী হলো
আমি ভাবলাম
নদীতে ঢেউ আাঁকি
আঁকতে আঁকতে
আমার নদীর
কয়েকটা ঢেউ বাকি
ছিল বলে ছবিটা আর
শেষ হয়নি পরে
পাহাড়টাকে নদীটাকে
এখনও মনে পড়ে।
এ বিভাগের আরো খবর/p>