গরু কথা বলতে পারে না। পারে শুধু ‘হাম্বা’ ডাকতে। তাই বলে ভেবো না পৃথিবীর সব গরু একই রকম হাম্বা ডাকে। একেক দেশের গরুর এই ‘হাম্বা’ ডাক একেক রকম। বিজ্ঞানীরা গবেষণা করে এই তথ্য বের করেছেন।
আমাদের হাত আছে বলে খুব সহজেই আমরা কান পরিষ্কার করতে পারি। কিন্তু বেচারা জিরাফের যদি কান পরিষ্কার করার দরকার হয়, তখন সে নিজের ২১ ইঞ্চি লম্বা কান দিয়েই তার কান পরিষ্কার করে।
যেকোনো কিছুর ঘ্রাণ পাও তুমি। এই ধরো, ফুল, বিস্কুট, আরও কত কী! তবে তা কত দূর থেকে? সে কথা ভাবো। ভাবতে ভাবতে জেনে নাও, হাতি তিন মাইল দূর থেকে পানির গন্ধ পায়।
কতদিনের পুরনো কথা তুমি মনে রাখতে পারো? অনেকদিনেরই তো, তাই না? একটা গোল্ডফিশের স্মৃতির আয়ু কতক্ষণ, জানো? মাত্র তিন সেকেন্ড।
হামিংবার্ড
হামিংবার্ড পাখি খুব ছোট, সে কথা হয়তো জানো তুমি। কিন্তু জানো কি, একটা হামিংবার্ডের ওজন কতটুকু? একটা পয়সার চেয়েও কম।