বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লাইভ স্ট্রিমে পেরিগ্রিন ফ্যালকন দম্পতির ৩৭ দিন

  •    
  • ৬ অক্টোবর, ২০২০ ১৩:০৪

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের ৩৬৭ নম্বর কলিন্স স্ট্রিট। আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে বেশ কিছু ভবন। সেই ভবনগুলোর একটিতে বসবাস পাখি দম্পতি পেরেগ্রিন ফ্যালকনের।

পেরিগ্রিন বন্য পাখি। শহরাঞ্চলে প্রকাশ্যে দেখা যায় না বললেই চলে। সেই পাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর প্রতিটি ক্ষণ লাইভ দেখানো হচ্ছে।

গত ৩০ আগস্ট প্রথম তিনটি ডিমসহ পাখিগুলোকে ওয়েবক্যামেরায় দেখতে পায় কলিন্স স্ট্রিটের ওই ভবন কর্তৃপক্ষ।

পেরিগ্রিন নিজে বাসা বাঁধে না। তবে শিকারিদের থেকে দূরে অনেক উঁচুতে থাকে।

৩৩ তলার পাশে নুড়ি পাথরের তৈরি একটি স্থানে পেরেগ্রিন ফ্যালকনগুলো অবস্থান করছে।

 

ছবি: 367collinsfalcons.com.au

দীর্ঘ ৩৩ দিন নিয়মিত পর্যবেক্ষণের পর শুক্রবার সকালে প্রথম ছানার খবর পান সংশ্লিষ্টরা। বাকি ছানা দুটি একই দিনের বিভিন্ন সময়জুড়ে ফুটতে থাকে।

বাচ্চাদের উষ্ণ রাখতে পুরুষ পেরিগ্রিন ফ্যালকন সাধারণত বাসায় বসে থাকে। তবে শিকারের জন্য পুরুষ ও স্ত্রী পাখি একসঙ্গে কাজ করে।

সোমবার সকাল ১০টার দিকে দেখা যায়, ফ্যালকন তার বীজ থেকে ছানাগুলোকে খাবারের টুকরা খাওয়াচ্ছে।

পেরেগ্রিন পাখির এই দৃশ্য দেখতে পেয়ে শিশুরা বেশ মজা পাচ্ছে। সেই সঙ্গে হাজার হাজার মানুষ এই লাইভটি দেখছে।

সব ঠিকঠাকভাবে হলে ছানাগুলো ৬ নভেম্বর থেকে উড়তে শুরু করবে।

লাইভ স্ট্রিমটি দেখতে পাওয়া যাবে www.367collinsfalcons.com.au সাইটে।

সূত্র: কিডস নিউজ

 

এ বিভাগের আরো খবর