১৫ বছরেই বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে ভিভিয়ান
-
নিউজবাংলা ডেস্ক
-
৫ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৩৮
-
তাকে বাস্তব জীবনের শেলডন কুপার বলাই যায়। জনপ্রিয় সিটকম “দ্য বিগ ব্যাং থিওরি”র কেন্দ্রিয় চরিত্র প্রতিভাবান ও খেয়ালী বৈজ্ঞানিক শেলডন কুপার মাত্র ১১ বছর বয়সে ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে। একেবারে শেলডনের মত না হলেও, ১২ বছর বয়সে জীবন শুরু করেছেন ভিভিয়ান শি।
ক্যানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড প্রদেশের শার্লটটাউন শহরের বাসিন্দা শি, এখন পড়ছেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে। ১৫ বছর বয়সী শি-এর সহপাঠীরা সবাই ২০-২১ বছর বয়সী। শি স্কুল ও কলেজে সবসময়ই ভাল ছাত্রী ছিলেন। তাই বেশ কয়েকবার ডাবল প্রমোশন পেয়েছেন তিনি।
তারপরও বয়সে বড় বন্ধুদের সাথে ঘোরাফেরা করতে বা আড্ডা দিতে খারাপ লাগে না তার। বন্ধুরাও বিশ্ববিদ্যালয় জীবনে মানিয়ে নিয়ে তাকে সাহায্য করেছেন, জানিয়েছেন শি।