মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকার পরিস্থিতি সমাধানের জন্য তার পরিকল্পনার প্রথম ধাপ আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হতে পারে। গত রোববার রাতে নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ কথা জানান।
ট্রাম্প বলেন, ‘এই সপ্তাহান্তে হামাস এবং বিশ্বের বিভিন্ন দেশের (আরব, মুসলিম এবং অন্য সকলের) সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। জিম্মিদের মুক্তি, গাজায় যুদ্ধের অবসান - কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, অবশেষে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করা হয়েছে। এই আলোচনা খুবই সফল হয়েছে এবং দ্রুত এগিয়ে চলেছে।’
তিনি আরও বলেন, ‘চূড়ান্ত বিশদ বিবরণ পরিষ্কার করার জন্য এবং কাজ করার জন্য কারিগরি দলগুলো সোমবার মিসরে আবার মিলিত হবে। আমাকে বলা হয়েছে যে, প্রথম পর্যায়টি এই সপ্তাহেই সম্পন্ন হওয়া উচিত। আমি সকলকে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।
ট্রাম্প উল্লেখ করেন, এ বিষিয়ে কোনো বিলম্ব হবে ‘ব্যাপক রক্তপাতের হুমকি আসবে - এটি এমন কিছু যা কেউ দেখতে চায় না।’
গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউস গাজা উপত্যকার সংঘাত নিরসনের লক্ষ্যে ট্রাম্পের ‘ব্যাপক পরিকল্পনা’ প্রকাশ করে। এই নথিতে ২০টি দফা রয়েছে এবং বিশেষ করে ফিলিস্তিনি অঞ্চলটিতে অস্থায়ী ‘বহিরাগত প্রশাসন’ প্রবর্তন। আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথাও বলা হয়েছে। ইসরায়েল এই পরিকল্পনার সঙ্গে একমত হওয়ার ঘোষণা দিয়েছে।