ভারতের হারানো গৌরব ফেরাতে বিদেশি পণ্য বর্জন করে দেশবাসীকে স্বদেশি দ্রব্য কেনার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জানালেন, অজান্তেই আমাদের জীবনের সঙ্গে জুড়ে গিয়েছে বিদেশি দ্রব্য। এই ফাঁদ থেকে আমাদের মুক্ত হতে হবে। মেড ইন ইন্ডিয়াকে আপন করে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এখন থেকে আপনারা গর্বের সঙ্গে বলুন, আমি স্বদেশি জিনিস কিনি এবং স্বদেশি জিনিস বিক্রি করি।’এদিন জাতির উদ্দেশে ভাষণে মোদি বলেন, ‘আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে বিদেশি পণ্য। আমরা তা নিজেও জানি না। এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য কিনতে হবে আমাদের।যেখানে আমাদের দেশের মানুষের পরিশ্রম মিশে রয়েছে। প্রতিটি বাড়িকে স্বদেশি প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি দোকান স্বদেশি পণ্যে সাজিয়ে তুলতে হবে। গর্বের সঙ্গে বলতে হবে আমি স্বদেশি জিনিস কিনি।’ দেশের স্বাধীনতার লড়াইয়ের সময় স্বদেশি আন্দোলনের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের স্বাধীনতা আন্দোলন শক্তি পেয়েছিল এই স্বদেশি অভিযান থেকে। ঠিক একইভাবে আমাদের দেশের সমৃদ্ধি অভিযান শুরু হবে এই স্বদেশি পণ্যের মাধ্যমে।’উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বিবৃতি এমন সময়ে এলো যখন আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধ চরম আকার নিয়েছে। ভারতের ওপর চেপেছে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের বোঝা। কার্যত বন্ধ হয়েছে আমেরিকায় ভারতীয় পণ্য রপ্তানি।শুধু তাই নয়, আমেরিকায় চাকরির সন্ধানে যাওয়া ভারতীয়দের জন্য এইচ১বি ভিসার খরচ বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, যা সাধারণ মধ্যবিত্তের সাধ্যের বাইরে। সরাসরি এর গুরুতর প্রভাব ভারতের ওপর পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি এগোতে শুরু করেছে ধীর পায়ে। যদি তা সম্পন্ন হয়, তবে এর জেরে কম শুল্কে ভারতের বাজারে প্রবেশাধিকার পাবে মার্কিন পণ্য। এহেন পরিস্থিতির মাঝে প্রধানমন্ত্রীর স্বদেশি পণ্য কেনার আহ্বান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ওয়াকিবহাল মহলের মতে, দেশের অর্থনীতির কঠিন এই সময়ে দেশ বাঁচানোর ভার প্রতিটি দেশবাসীর ওপর ন্যস্ত করলেন মোদি। সূত্র : এনডিটিভি
বিদেশি পণ্য বর্জনের ডাক মোদির
এ বিভাগের আরো খবর/p>