বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে বাংলাদেশের ইলিশ নিয়ে কাড়াকাড়ি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৭

বাংলাদেশ থেকে ইলিশ মাছের প্রথম চালান ভারতের বাজারে উঠেছে গত বৃহস্পতিবার। কলকাতা শহরের বাজারে সেসব মাছ এসে পৌঁছালে দুপুরের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। প্রথম দিন কলকাতাবাসীর প্রত্যাশার তুলনায় উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতাই খালি হাতে ফিরেন। কিন্তু আরও চালান পৌঁছালে দাম বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনায় খুশি তারা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, মানিকতলা ও লেক মার্কেটের মতো জনপ্রিয় বাজারে প্রায় এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২০০০ রুপিতে বিক্রি হয়েছে। ১.৫ কেজির বেশি ওজনের বড় মাছ প্রতি কেজি ২,৫০০ রুপিতে বিক্রি হয়। দুর্গাপূজা উদযাপনের জন্য মৌসুমি সুস্বাদু এই ইলিশের অপেক্ষায় থাকা ক্রেতারা এই দামেই হুড়মুড় করে সব লুফে নেন।

কসবার একজন মাছ বিক্রেতা অতুল দাস বলেন, কিছু ক্রেতা যে কোনো মূল্যে ইলিশ কিনতে চেয়েছিলেন। অনেকের কাছে এক কেজি আকারের মাছের দাম একটু বেশি মনে হয়েছে। আমরা আশা করছি শুক্রবার থেকে সরবরাহ বাড়লে পরিস্থিতি বদলে যাবে।

পাইকারি পর্যায়ে সীমিত সরবরাহের কারণে প্রাথমিকভাবে ঘাটতি দেখা দেয়। হাওড়ার পাইকারি ডিপো সাধারণত বাংলাদেশের মাছ আমদানির প্রবেশপথ বলে বিবেচিত। এখানে এক কেজিরও বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছিল ১,৫০০-১,৮০০ রুপিতে। বৃহস্পতিবারের নিলামে বড় জাতের ইলিশ বিক্রি হয়েছিল ২,০০০ রুপিতে।

বুধবার বিশ্বকর্মা পূজার কারণে সরবরাহে বিঘ্ন ঘটে। বৃহস্পতিবার অনেক বাজার বন্ধ থাকে, পরিবহন ও শ্রমিক সংকট দেখা দেয়। গড়িয়াহাটের মতো এলাকার মাছের দোকানগুলোও গত বৃহস্পতিবার বন্ধ ছিল। তবুও বাংলাদেশের ইলিশের খোঁজে ক্রেতাদের বিভিন্ন বাজারে ঢুঁ মারতে দেখা গেছে। বাজারের একজন ক্রেতা সন্দীপ আইচ বলেন, লেক মার্কেটে সরবরাহ পর্যাপ্ত ছিল না। দাম আমাদের প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি ছিল। পদ্মার ইলিশ যত বড় হবে, এর স্বাদ তত ভালো হবে।

প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দুটি পিকআপে করে মাছগুলো ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।

এর আগে গত মঙ্গলবার রাত ১টার দিকে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৬টি প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকার ৩৭ জন রপ্তানিকারককে ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় ১৫২৫ টাকা। ইলিশ রপ্তানি ভারতের সঙ্গে সৌহার্দ্য বাড়াবে বলছেন ব্যবসায়ীরা। তবে ইলিশ রপ্তানিতে বাংলাদেশের বাজারে দাম বাড়বে বলছেন সাধারণ ক্রেতারা।

এ বিভাগের আরো খবর