নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর পোপ ফ্রান্সিস রবিবার ভ্যাটিকানে তার বাসভবনে ফিরে যাবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ভ্যাটিকান সিটি থেকে এএফপি এ খবর জানায়।
বার্তা সংস্থাটির খবরে জানানো হয়, পোপ ফ্রান্সিস রোমের জেমেলি হাসপাতাল ছেড়ে যাচ্ছেন।
বিষয়টি উল্লেখ করে চিকিৎসক সার্জিও আলফিয়েরি জানান, ৮৮ বছর বয়সী ক্যাথলিক চার্চের প্রধান শনিবার জানান, স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে শুনে তিনি ‘খুব খুশি’।
আলফিয়েরি সতর্ক করে বলেন, তাকে সুস্থ হতে এখনও ‘কমপক্ষে দুই মাস’ সময় লাগবে। যুবক বয়সে পোপের ফুসফুসের একাংশ অপসারণ করা হয়েছিল।
পোপ ফ্রান্সিসকে বিকেলের দিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
ভ্যাটিকান জানিয়েছে, দুপুরের ঠিক পরে (গ্রিনিচ মান সময় ১১টা) হাসপাতালের বাইরে শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদ করবেন ও তাদের উদ্দেশে হাত নাড়বেন তিনি। ১৪ ফেব্রুয়ারির পর এটাই হবে জনসমক্ষে তার প্রথম উপস্থিতি।