যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক নির্বাহী আদেশে সে দেশে আমেরিকান সহায়তা বন্ধ করে দিয়েছেন।
ওয়াশিংটন থেকে এএফপি এ কথা জানায়।
ট্রাম্প অভিযোগ করেছেন, দক্ষিণ আফ্রিকার আইন সাদা মানুষদের (কৃষকদের) জমি দখলে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষকে বৈধতা দেয়। যদিও দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ প্রেসিডেন্ট ট্রাম্পের এ অভিযোগ মানতে নারাজ।
জমির মালিকানা দক্ষিণ আফ্রিকার একটি বিতর্কিত ইস্যু।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, সেখানকার বেশির ভাগ কৃষি জমির মালিক সাদা চামড়ার মানুষরা। অর্থাৎ দক্ষিণ আফ্রিকাতে সাদা মানুষদের শাসন অবসানের তিন দশক পরও মালিকানা সেটলারদের হাতে, যে জন্য দক্ষিণ আফ্রিকার সরকার ভূমি সংস্কারে চাপের মধ্যে আছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ প্রযুক্তি মোগল ইলন মাস্ক বর্ণবাদী আইন থাকার কারণে দক্ষিণ আফ্রিকার রামাফোসা সরকারকে অভিযুক্ত করেছেন।
কিউবান বংশোদ্ভূত যুক্তরাষ্টের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দক্ষিণ আফ্রিকার আমেরিকাবিদ্বেষী এজেন্ডার কারণে দেশটিতে জি-২০ আলোচনায় তিনি যোগ দেবেন না।