ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত ও ৮৯ জন আহত হয়েছেন।
এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৫৫০ জনে।
তুরস্কের বার্তা সংস্থা ‘আনাদোলু’ রোববার এ খবর জানায়।
অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় আরও ২৮ জন নিহত হয়। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৫৫০ জনে দাঁড়িয়েছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৮৯ জন আহত হয়, তবে অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। কারণ, উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে।
উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে।