ফিলিস্তিনের গাজার একটি হাসপাতালের পাশে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি টিভি চ্যানেল আল-কুদস টুডের পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
খবরে বলা হয়, নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত আল আওদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহে গিয়েছিলেন তারা। এ সময় তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে পাঁচ সাংবাদিক নিহত হন।
নিহত সাংবাদিকরা হলেন ফয়সাল আবু আল-কুমসান, আয়মান আল-জাদি, ইব্রাহিম আল-শেখ খলিল, ফাদি হাসসুনা ও মোহাম্মদ আল-লাদা।
আউটলেট নামের প্রতিষ্ঠানের বিবৃতিতে বলা হয়, ’সাংবাদিকতা ও মানবিক দায়িত্ব পালন করার সময় তারা নিহত হয়েছেন।’
ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, নুসেইরাত এলাকায় ইসলামিক জিহাদ সন্ত্রাসী সেলের একটি গাড়িতে ইসরায়েল সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।
সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, হামলার আগে সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার, আকাশে নজরদারি এবং অতিরিক্ত বুদ্ধিমত্তাসহ বেসামরিক নাগরিকদের ক্ষতির ঝুঁকি কমানোর জন্য অনেক পদক্ষেপ নেয়া হয়েছিল।
নুসেইরাতের হামলা দেখেছেন এমন ব্যক্তিদের মতে, ইসরায়েলি বিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আল-আওদা হাসপাতালের বাইরে পার্ক করা সম্প্রচারের গাড়িতে আঘাত করে। এতে আগুন লেগে ভেতরে থাকা ব্যক্তিরা নিহত হন।
ফিলিস্তিনি সাংবাদিকদের সিন্ডিকেট গত সপ্তাহে বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৯০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন এবং কমপক্ষে ৪০০ জন আহত হয়েছেন।