মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে বুধবার ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে রাশিয়াগামী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
রয়টার্স জানায়, এমব্রায়ের কোম্পানির উড়োজাহাজ আজারবাইজান থেকে রাশিয়ায় যাচ্ছিল। পথে দুর্ঘটনায় পড়া আকাশযানটির কতজন আরোহী হতাহত হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
কাজাখস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলের অসমর্থিত ভিডিওতে দেখা যায়, আজারবাইজান এয়ারলাইন্স পরিচালিত উড়োজাহাজটিতে ভূমিতে অবতরণের সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে। মুহূর্তের মধ্যেই এ থেকে ঘন কালো ধোঁয়া বের হতে থাকে।
কাজাখস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফায়ার সার্ভিস উড়োজাহাজের আগুন নেভায়। তিন শিশুসহ জীবিতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজারবাইজান এয়ারলাইন্স জানায়, ‘এমব্রায়ের ১৯০’ উড়োজাহাজের জে২-৮২৪৩ নম্বর ফ্লাইট দুর্ঘটনার শিকার হয়। এটি বাকু থেকে রাশিয়ার অধীন চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে যাচ্ছিল। কাজাখস্তানের আকতাউ শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয়।
রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানায়, গ্রোজনিতে কুয়াশার কারণে ফ্লাইটটি রুট পরিবর্তন করেছিল।