সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে পালানোর খবরের মধ্যে দেশটির রাজধানী শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন বিদ্রোহীরা।
এর মধ্য দিয়ে সিরিয়ায় হাফিজ আল-আসাদ ও তার ছেলে বাশার আল-আসাদের অর্ধশতাব্দীর বেশি সময়ের শাসনের অবসান হলো।
আল জাজিরা রোববার জানায়, বিদ্রোহী যোদ্ধারা রাজধানীতে প্রবেশের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করতে সড়ক ও চত্বরগুলোতে নেমে আসেন বিপুলসংখ্যক মানুষ।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, যোদ্ধারা দামেস্কের প্রাণকেন্দ্রে প্রবেশ করে প্রতিশোধহীন ‘নতুন যুগের’ ঘোষণা দেয়। তাদের পক্ষ থেকে প্রবাসে থাকা সিরীয়দের দেশে আসার আহ্বান জানানো হয়েছে।
প্রবাসে সিরিয়ার রাজনৈতিক বিরোধীদের জোটের প্রধান হাদি আল-বাহরা দামেস্ককে ‘আল-আসাদ মুক্ত’ ঘোষণা করে জনগণকে অভিনন্দন জানান।
সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বাড়িতে থাকার কথা জানিয়ে বলেন, তিনি বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোকে কার্যকর রাখতে চান।
একই সময়ে বিদ্রোহী যোদ্ধাদের প্রধান দল হায়াত তাহরির আল-শামের নেতা মোহামেদ আল-জুলানি কোনো সরকারি প্রতিষ্ঠান ও সেবাদাতা সংস্থায় হামলা না করতে যোদ্ধাদের নির্দেশ দিয়েছেন।