হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সাধারণত প্রতিটি প্রেসিডেন্টের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। এটিই হোয়াইট হাউসে ট্রাম্পের দেয়া প্রথম নিয়োগ।
এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও টাইমস অফ ইসরায়েল।
হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সাধারণত প্রতিটি প্রেসিডেন্টের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ওয়াইলস ট্রাম্পের নির্বাচনি প্রচার দলের জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন এবং মঙ্গলবার নির্বাচনের দিন অনুষ্ঠিত রাতের এক অনুষ্ঠানে ট্রাম্প সুসির প্রশংসা করেন।
ট্রাম্পের প্রচার দলের তথ্য অনুযায়ী, ওয়াইলস হবেন প্রথম নারী যিনি এ দায়িত্ব পালন করবেন।