আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্প।
দেশটির ফ্লোরিডায় একটি নির্বাচনি প্রচারের ওয়াচ পার্টিতে হাজির হয়ে ট্রাম্প নিজেই তার বিজয় ঘোষণা করেন।
ডনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে তার রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তার প্রচার দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি ‘অসাধারণ বিজয়’ পেয়েছেন।
ট্রাম্প আরও বলেন, এটি হবে আমেরিকার ‘স্বর্ণযুগ’।
তিনি বলেন, ‘এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে।’
সর্বশেষ পাওয়া ফল অনুযায়ী, ট্রাম্প ২৪৬টি ইলেকটোরাল কলেজ ভোট পান। নির্বাচনে জয়ের জন্য তার প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট।
যুক্তরাষ্ট্রের দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, নেভাডা ও অ্যারিজোনায় ভোট গণনা চলছে। এ পাঁচ অঙ্গরাজ্যের সবগুলোতেই ৫০ শতাংশ বা তার বেশি ভোট গণনার পর ট্রাম্প এগিয়ে ছিলেন।
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জয়ের সম্ভাবনা প্রতি ঘণ্টায় ক্ষীণ হচ্ছে।