যুক্তরাষ্ট্রে মঙ্গলবার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিন আগে স্থানীয় সময় রোববার নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের যৌথ জরিপের ফল প্রকাশ করা হয়েছে।
এ জরিপ অনুযায়ী, যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিতি পাওয়া দেশটির দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে নির্বাচনি উত্তাপের মধ্যে প্রকাশিত এ জরিপের ফলে দেখা যায়, নেভাডা, নর্থ ক্যারোলিনা ও উইসকনসিন অঙ্গরাজ্যে সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন কমলা হ্যারিস। অন্যদিকে ট্রাম্প এগিয়ে ছিলেন অ্যারিজোনাতে।
দুই প্রেসিডেন্ট প্রার্থী মিশিগান, জর্জিয়া ও পেনসিলভেনিয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিলেন বলে জরিপের ফলে উঠে এসেছে।
গত ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর নাগাদ সাত অঙ্গরাজ্যের সাত হাজার ৮৭৯ জন ভোটারের ওপর জরিপ চালায় নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৪০ শতাংশ যুক্তরাষ্ট্রের নির্বাচনে আগাম ভোট দিয়েছেন। এ ৪০ শতাংশ ভোটারের মধ্যে ট্রাম্পের চেয়ে ৮ শতাংশ ভোট বেশি পান কমলা।
অন্যদিকে সম্ভাব্য ভোটারদের মধ্যে এগিয়ে ছিলেন ট্রাম্প।
পেনসিলভেনিয়ায় সমান সমান সমর্থন পাওয়ার অর্থ হলো ওই অঙ্গরাজ্যে ট্রাম্পের সমর্থক বেড়েছে। অঙ্গরাজ্যটিতে নিউ ইয়র্ক টাইমসের আগের সব জরিপে চার শতাংশ ব্যবধানে এগিয়ে ছিলেন কমলা।