বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

  • বাসস   
  • ১৯ অক্টোবর, ২০২৪ ১৫:৫৯

জেরুজালেম থেকে এএফপি জানায়, ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছিল এবং এটি সরাসরি নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। এটি লেবানন থেকে ৭০ কিলোমিটার দূরে গিয়ে নেতানিয়াহুর বাসভবনে আছড়ে পড়ে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

স্থানীয় সময় শনিবার এ হামলা চালানো হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, শনিবার সকালে লেবানন থেকে তেল আবিবের উত্তরে সিজারিয়ায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার সিজারিয়াতে ছিল না। এ ছাড়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ড্রোন হামলায় নেতানিয়াহুর একটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তার কার্যালয়।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছিল এবং এটি সরাসরি নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। এটি লেবানন থেকে ৭০ কিলোমিটার দূরে গিয়ে নেতানিয়াহুর বাসভবনে আছড়ে পড়ে।

হামলার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। এ ছাড়া একই সময় তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

নেতানিয়াহুর বাসভবনে যে ড্রোনটি আছড়ে পড়েছে তার সঙ্গে তেল আবিবে আরও দুটি ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ, তবে সেগুলো ঠেকিয়ে দেয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

এ বিভাগের আরো খবর