বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে বাইডেন-মোদি আলোচনায় বাংলাদেশ ইস্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:২৩

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে দ্বিপক্ষীয় বৈঠকে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল বাংলাদেশ প্রসঙ্গ। এছাড়া এই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজ বাসভবনে মোদিকে স্বাগত জানান বাইডেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল বাংলাদেশ প্রসঙ্গ। এছাড়া এই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন তারা।

ভারতের বার্তা সংস্থা এএনআই’র খবরে বলা হয়, নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি জানিয়েছেন যে মোদি-বাইডেন সংলাপে বাংলাদেশ প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। এছাড়া কোয়াড সম্মেলনে সার্বিকভবে আঞ্চলিক বিষয়গুলোও আলোচিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে ঠিক কী কথা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করেননি তিনি।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, এক পক্ষ অন্য পক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থের বিষয়ে আলোচনা করতে পারেন। তবে নির্দিষ্ট অঞ্চলের বাইরেও এই আলোচনার তাৎপর্য রয়েছে। আলোচনায় বাইডেন ও মোদি একে অপরের আঞ্চলিক অবস্থান তুলে ধরেন।

প্রসঙ্গত, বাংলাদেশে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশে বেশ কিছু অস্থিতিশীল ঘটনা ঘটেছে। এ বিষয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেছে ওয়াশিংটন ও দিল্লি।

এ বিভাগের আরো খবর