বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেখ হাসিনা ভারতে, সীমান্তে হাই অ্যালার্ট জারি দিল্লির

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ আগস্ট, ২০২৪ ১৯:২২

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পদত্যাগ ও প্রস্থানের পর ভারত-বাংলাদেশ সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত কর্তৃপক্ষ। নিরাপত্তা তদারকি করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে পৌঁছেছেন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক।

পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পদত্যাগের পর ঢাকা ত্যাগ করে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছান তিনি।

ভারতের সংবাদপত্র হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, শেখ হাসিনার পদত্যাগ ও প্রস্থানের পর ভারত-বাংলাদেশ সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত কর্তৃপক্ষ। নিরাপত্তা তদারকি করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে পৌঁছেছেন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক।

এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশে দেশ ছেড়েছেন, যা বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের লক্ষণ।

জাতির উদ্দেশে দেয়া বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতির কাছে যাব। সংঘর্ষ ও ধ্বংসযজ্ঞ চালিয়ে কিছুই অর্জিত হবে না। প্রতিটি মৃত্যুর তদন্ত করা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

‘সবার সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন।’

এ বিভাগের আরো খবর