বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারি বৃষ্টি: পুনেতে চারজনের মৃত্যু, বন্ধ স্কুল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ জুলাই, ২০২৪ ১৩:৫৩

দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, বৃষ্টিজনিত কারণে প্রাণ হারানো চারজনের মধ্যে ডেকান জিমখানা এলাকার পুলাচি ওয়াদিতে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া বৃষ্টিজনিত ভূমিধসে মাভাল তহসিলের আদারওয়াদি গ্রামে আরেকজনের মৃত্যু হয়।

ভারি বর্ষণ ও বুধবার রাত থেকে বিরামহীন বৃষ্টিজনিত কারণে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নগর মহারাষ্ট্র রাজ্যের পুনেতে বৃহস্পতিবার চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, পুনের কয়েকটি আবাসিক এলাকায় ঢুকে পড়ে বৃষ্টির পানি। এমন পরিস্থিতিতে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) নগরের জন্য রেড অ্যালার্ট জারি করে।

অবিরাম বর্ষণ ও জলাবদ্ধতার মধ্যে পুনের স্কুলগুলো বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক (ডিসি) সুহাস দিবস।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে জানান, পুনেসহ রাজ্যের অন্য অঞ্চলগুলোতে বন্যায় উদ্ধার তৎপরতার জন্য ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে বলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, বৃষ্টিজনিত কারণে প্রাণ হারানো চারজনের মধ্যে ডেকান জিমখানা এলাকার পুলাচি ওয়াদিতে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া বৃষ্টিজনিত ভূমিধসে মাভাল তহসিলের আদারওয়াদি গ্রামে আরেকজনের মৃত্যু হয়।

আইএমডির পূর্বাভাসে জানানো হয়, শুক্রবার নাগাদ পুনেতে বিক্ষিপ্তভাবে প্রবল ভারি বর্ষণ হতে পারে।

এ বিভাগের আরো খবর