যুক্তরাষ্ট্রে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির কার্যত প্রার্থী ও দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘চরমপন্থি বাম উন্মাদ’ হিসেবে আখ্যা দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার নর্থ ক্যারোলিনায় এক সমাবেশে তিনি এ আখ্যা দেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর পর প্রথম সমাবেশে কমলাকে একহাত নেন ট্রাম্প।
ওই সময় গর্ভপাত নিয়ে ভাইস প্রেসিডেন্টের অবস্থানের সমালোচনা করে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কমলা শিশুদের ‘হত্যা’র পক্ষে।
রিপাবলিকান পার্টির প্রার্থী বলেন, ‘তিনি (কমলা) চরমপন্থি বাম উন্মাদ, যিনি আমাদের দেশকে ধ্বংস করবেন। আমরা তা হতে দিচ্ছি না।’
বক্তব্যের সময় বারবার কমলা হ্যারিসের নামের প্রথম অংশের ভুল উচ্চারণ করেন ট্রাম্প।
প্রেসিডেন্ট বাইডেনের সমর্থনে যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রার্থী হয়েছেন ৫৯ বছর বয়সী কমলা।
ট্রাম্পের সঙ্গে বিতর্কে বাজে পারফরম্যান্সের পর থেকে দলে বাইডেনকে নিয়ে অস্বস্তি চলছিল। এমন পরিস্থিতিতে গত সপ্তাহান্তে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নেন ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট।