যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে শনিবার রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীকে শনাক্ত করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)।
এক বিবৃতিতে এফবিআই বিষয়টি জানিয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০ বছর বয়সী ওই হামলাকারীর নাম টমাস ম্যাথু ক্রুকস, যিনি নিরাপত্তা কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছেন।
নির্বাচনি প্রচার সভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালান ক্রুকস। গুলি কানে বিদ্ধ হয়ে রক্ত ছড়িয়ে পড়ে ৭৮ বছর বয়সী ট্রাম্পের মুখের বিভিন্ন জায়গায়।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটার রেকর্ড অনুযায়ী, রিপাবলিকান হিসেবে নিবন্ধন করেন ক্রুকস।
এফবিআইয়ের বিবৃতি উদ্ধৃত করে এনবিসি ও সিবিএসের প্রতিবেদনে বলা হয়, ‘পেনসিলভানিয়ার বাটলারে ১৩ জুলাই সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তি হিসেবে পেনসিলভানিয়ার বেথেল পার্কের ২০ বছর বয়সী টমাস ম্যাথু ক্রুকসকে শনাক্ত করেছে এফবিআই।’
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছিলেন, তারা প্রাথমিকভাবে বন্দুক হামলাকারীকে শনাক্ত করেছেন, তবে তার পরিচয় জনসমক্ষে প্রকাশ করতে প্রস্তুত নন তারা।
কর্মকর্তারা আরও জানিয়েছিলেন, তারা হামলার উদ্দেশ্য জানতে পারেননি।
হামলার তদন্তের দায়িত্বে থাকা এফবিআই জানায়, বন্দুক হামলাকে ‘আত্মহত্যার চেষ্টা’ হিসেবে দেখা হচ্ছে।