যুক্তরাষ্ট্রে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্পের ওপর শনিবার হামলার ঘটনার নিন্দা জানিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রচার সমাবেশে কানে গুলিবিদ্ধ হন ট্রাম্প। এ ঘটনায় সমাবেশে অংশগ্রহণকারী কমপক্ষে একজন নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন সন্দেহভাজন হামলাকারীও।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী সিক্রেট সার্ভিস ট্রাম্পকে মঞ্চ থেকে নিরাপদে সরিয়ে নেয়ার পরপরই এ ঘটনার নিন্দা জানান ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির রাজনীতিকরা।
সাবেক প্রেসিডেন্টের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের রিহোবোথ বিচ এলাকায় জরুরি ব্রিফিংয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটি ন্যক্কারজনক। এটি ন্যক্কারজনক। এটি অন্যতম কারণ, যার ফলে আমাদের দেশকে ঐক্যবদ্ধ করতে হবে...আমরা এমনটা হতে পারি না, আমরা এটি গ্রহণ করতে পারি না।’
ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর আশা, শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলবেন তিনি।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, ‘আমরা তার (ট্রাম্প), তার পরিবার এবং এই কাণ্ডজ্ঞানহীন বন্দুক হামলায় আহত ও আক্রান্ত সবার জন্য প্রার্থনা করছি।’