ইরানে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মধ্যমপন্থি মাসুদ পেজেশকিয়ান।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা শনিবার এ তথ্য জানায়।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, আনুষ্ঠানিক ফল অনুযায়ী, দ্বিতীয় দফার ভোটে জয়ী পেজেশকিয়ান পান এক কোটি ৬৩ লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল সাইদ জলিলি ভোট পান এক কোটি ৩৫ লাখ।
ইরানের সংশ্লিষ্ট দপ্তর প্রকাশিত ডেটা অনুযায়ী, দ্বিতীয় দফায় ভোট পড়ে ৪৯ দশমিক আট শতাংশ।
ইসলামি প্রজাতন্ত্রটিতে প্রেসিডেন্ট পদে নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৫ সালে, কিন্তু চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর আগাম নির্বাচন অনুষ্ঠিত হয় দেশটিতে।
নির্বাচনে জয়ী হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে পেজেশকিয়ান লিখেন, নির্বাচন শেষ। এর মধ্য দিয়ে যৌথ প্রচেষ্টা শুরু হলো।
তিনি আরও লিখেন, ‘আপনার সাহচর্য, সহানুভূতি ও আস্থা ছাড়া সামনের কঠিন পথ মসৃণ হবে না।’
অন্যদিকে পরাজয় স্বীকার করে নিয়ে কট্টরপন্থি প্রার্থী সাইদ জলিলি বলেন, জনগণের ভোটে নির্বাচিত যে কাউকে সম্মান জানানো উচিত।
জলিলি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, জয়ী পেজেশকিয়ানকে শুধু সম্মান জানানোই নয়, তাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতাও করা উচিত।