বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৭

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ জুলাই, ২০২৪ ০৯:২৪

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শুক্রবার ভোর থেকে গাজায় ২৭ জন নিহত হয়েছেন। নিহত লোকজনের মধ্যে ফিলিস্তিনি দুই সাংবাদিক রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির জন্য কাতারে মধ্যস্থতকারীদের সঙ্গে শুক্রবার ইসরায়েলের প্রতিনিধিদলের আলোচনার মধ্যে উপত্যকায় ইসরায়েলি হামলায় অনেকে হতাহত হয়েছেন।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শুক্রবার ভোর থেকে গাজায় ২৭ জন নিহত হয়েছেন। নিহত লোকজনের মধ্যে ফিলিস্তিনি দুই সাংবাদিক রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানায়, ইসরায়েলি হামলা বৃদ্ধির মধ্যে গাজার খান ইউনিসের নাসের মেডিক্যাল কমপ্লেক্স ভারাক্রান্ত হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিয়োজিত জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর পরিচালক ফিলিপ লাজ্জারিনি বলেন, গাজার বেসামরিক নাগরিকদের গণহারে বাস্তুচ্যুতির ‘অব্যাহত চক্র’ এবং লোকজনের ‘অস্তিত্বের লড়াইয়ে থাকার অবস্থা’র নিরসন হওয়া দরকার।

এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই শুক্রবার যুদ্ধবিরতির বিষয়ে কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানসহ প্রতিনিধিরা। তারা ওই দিনই কাতার ছাড়েন।

এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, শান্তি আলোচনার পক্ষগুলোর মধ্যে দূরত্ব রয়ে গেছে। আগামী সপ্তাহে আলোচনা ফের শুরু হবে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার পরিপ্রেক্ষিতে ওই দিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির হামলায় উপত্যকায় নিহত মানুষের সংখ্য বেড়ে ৩৮ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে হামাসের হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ১ হাজার ১৩৯।

এ বিভাগের আরো খবর