বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চীন সীমান্তে নদীতে পাঁচ ভারতীয় সেনার মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ জুন, ২০২৪ ১৭:১৫

ভারতীয় সেনাবাহিনী জানায়, ‘পূর্ব লাদাখে শ্যাওক নদীতে একটি আর্মি ট্যাঙ্ক আটকে যায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। তবে উচ্চ স্রোত এবং পানির স্তর বৃদ্ধির কারণে উদ্ধার অভিযান সফল হয়নি এবং ট্যাঙ্কের মধ্যে থাকা সেনারা প্রাণ হারায়।’

পূর্ব লাদাখে চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দিকে মোতায়েন করা পাঁচ ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ২৮ জুন রাতে সামরিক প্রশিক্ষণ চলাকালীন সড়ক দুর্ঘটনায় পাঁচ সেনার মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় প্রাণ হারানো সেনাদের মধ্যে সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসারও রয়েছেন। সূত্র: এনডিটিভি

ভারতীয় সেনাবাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস একটি সোশ্যাল মিডিয়া বার্তায় জানিয়েছে, ‘পূর্ব লাদাখের সাসের ব্রাংসার কাছে শ্যাওক নদীতে একটি আর্মি ট্যাঙ্ক আটকে যায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। তবে উচ্চ স্রোত এবং পানির স্তর বৃদ্ধির কারণে উদ্ধার অভিযান সফল হয়নি এবং ট্যাঙ্কের মধ্যে থাকা জওয়ানরা প্রাণ হারায়।’

এটি দ্বিতীয় বৃহত্তম ঘটনা যেখানে সেনারা অ্যাকশনে থাকাকালীন নিহত হলেন । এর আগে ভারতীয় সেনাবাহিনী এবং পিপলস লিবারেশন আর্মির সৈন্যরা ২০২০ সালের জুনে গালওয়ানে সংঘর্ষে নিহত হয়েছিল।

ভারত এবং চীন উভয়ই পূর্ব লাদাখে এলএসি বরাবর ভারী সেনা মোতায়েন রেখেছে। ডেপসাং এবং ডেমচোকের দুটি পয়েন্টে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে। দুই তরফে একাধিক ফ্রিকশন পয়েন্ট নিয়ে সমঝোতার আলোচনা না হওয়ায় সেখানে সংঘাত রয়ে গেছে।

ভারতীয় সেনার লেহ-ভিত্তিক ফায়ার অ্যান্ড ফিউরি ১৪ কর্পস বিশ্বের সবচেয়ে সংবেদনশীল সীমান্ত এবং যুদ্ধক্ষেত্রগুলো পরিচালনা করে। পশ্চিম ও পূর্ব লাদাখের এলাকাগুলোও এর দায়িত্বের আওতায় পড়ে।

পশ্চিম লাদাখে কারগিল অন্তর্ভুক্ত, যেখানে পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) রয়েছে, যখন পূর্ব লাদাখে, কর্পস চীনের সঙ্গে তার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ভাগ করে নেয়। বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, সিয়াচেন ব্রিগেড এই কর্পসের অধীনে।

এ বিভাগের আরো খবর