ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ ধসে শুক্রবার কমপক্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
এনডিটিভি জানায়, সকালে ভারি বৃষ্টির মধ্যে টার্মিনালটির ছাদের অংশবিশেষ ধসে সেখানে থাকা একাধিক গাড়ির ওপর পড়ে। এতে হতাহত হন সাতজন।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনার পর ১ নম্বর টার্মিনাল থেকে সব ধরনের উড়োজাহাজ উড্ডয়ন ও আসা সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।
শুধু অভ্যন্তরীণ রুটে চলাচলকারী উড়োজাহাজগুলো ওই টার্মিনালে ওঠানামা করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্ত্রণালয়ের পোস্টে বলা হয়, ‘আজ প্রভাতে ভারি বৃষ্টির কারণে দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদ ধসে পড়ে। এ কারণে ১ নম্বর টার্মিনালমুখী এবং বহির্মুখী সব ফ্লাইট পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।’
পোস্টে আরও বলা হয়, ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা নেয়া হচ্ছে।
দুর্ঘটনার পর ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু টার্মিনাল এলাকা পরিদর্শন করে জানান, অস্থায়ীভাবে এক নম্বর টার্মিনালের কার্যক্রম দুই ও তিন নম্বর টার্মিনালে স্থানান্তর করা হবে।
ঘটনাটিকে ‘খুবই মারাত্মক’ উল্লেখ করে নবনিযুক্ত মন্ত্রী পুঙ্খানুপুঙ্খ তদন্তের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ রুপি এবং আহত প্রত্যেককে তিন লাখ রুপি করে দেয়ার ঘোষণা দেন তিনি।