বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দক্ষিণ আফ্রিকায় জোট সরকার, ফের প্রেসিডেন্ট হচ্ছেন রামাফোসা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ জুন, ২০২৪ ২০:৫৯

বর্ণবাদ নিয়ে লড়াইয়ের পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় আসে এএনসি। এরপর থেকেই দেশের শাসনভার নিজেদের হাতে রেখেছে দলটি। তবে মে মাসের নির্বাচনে প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারায় তারা। ফলে সরকার গঠন করতে হলে অন্য দলের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন ছাড়া বিকল্প ছিল না এএনসির।

ভোটে জিতলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতায় পড়েছিল দক্ষিণ আফ্রিকার বর্তমান শাসক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। তবে জোট সরকার গঠনে তাদের প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) এএনসিকে সমর্থন দেয়ার পর সে জটিলতা কেটেছে। এর ফলে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে কার্যত আর কোনো বাধা থাকছে না সিরিল রামাফোসার।

বর্ণবাদ নিয়ে লড়াইয়ের পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় আসে এএনসি। এরপর থেকেই দেশের শাসনভার নিজেদের হাতে রেখেছে দলটি। তবে মে মাসের নির্বাচনে প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারায় তারা। ফলে সরকার গঠন করতে হলে অন্য দলের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন ছাড়া বিকল্প ছিল না এএনসির। এ নিয়ে গত দুই সপ্তাহ ধরে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল দলটির শীর্ষ নেতারা।

শুক্রবার নবনির্বাচিত সরকারের প্রথম সংসদ অধিবেশন হয়। সেখানে ডিএ নেতা জন স্টিনহুইসেন বলেন, প্রধান বিরোধী দল হলেও ডিএ এএনসির সঙ্গে জোট সরকার গঠনে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছে। এছাড়া, রামাফোসাকেই রাষ্ট্রপতির দায়িত্বে রাখার বিষয়ে তারা একমত।

সংসদের উদ্বোধনী অধিবেশনে বিরতির সময় স্টেনহুইসেন বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচনে সিরিল রামাফোসাকেই সমর্থন করছি।’

এর ফলে টানা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে আর বাধা থাকছে না ৭১ বছর বয়সী রামাফোসার।

গত ২৯ মে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এএনসি ৪০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়। তাদের প্রধান বিরোধী দল ডিএ পায় মোট ভোটের ২১ শতাংশ।

জোট সরকারে আরও দুটি তুলনামূলক ছোট দল রক্ষণশীল ইনকাথা ফ্রিডম পার্টি এবং ডানপন্থী প্যাট্রিয়টিক অ্যালায়েন্সও অংশ নেবে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর