ফিলিস্তিনের নুসেইরাত শরণার্থী ক্যাম্প থেকে বিশেষ অভিযানে চার ইসরায়েলি জিম্মিকে উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) শনিবার বিষয়টি নিশ্চিত করেছে।
সিএনএন জানায়, নুসেইরাতের দুটি আলাদা স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে এই চারজনকে উদ্ধার করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, সামরিক ও বিশেষ বাহিনী। উদ্ধারকৃতরা হলেন- ২৫ বছর বয়সী নোয়া আরগামানি, ২১ বছর বয়সী আলমোগ মির ইয়ান, ২৭ বছেরর আন্দ্রেই কজলভ ও ৪০ বছরের স্লোমি জিভ।
আইডিএফ জানিয়েছে, এই চারজনকেই গত বছরের ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহরণ করা হয়েছিল।
উদ্ধারকৃতদের মধ্যে আরগামানি চীনে জন্ম নেয়া ইসরায়েলি নাগরিক। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, শনিবার আরগামানি তার বাবার সঙ্গে দেখা করছেন।
রাশিয়ার নাগরিক কজলভ ২০২২ সালে ইসরায়েলে আসেন। তিনি নোভা মিউজিক ফেস্টিভ্যালে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করছিলেন।
মির ইয়ান হামাসের আক্রমণের দিন ফেস্টিভ্যাল থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যান।
জিভও ফেস্টিভ্যালের নিরাপত্তা দলের সদস্য ছিলেন এবং প্রাথমিকভাবে তার বোনদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
আইডিএফের বিবৃতিতে বলা হয়, ‘তারা সুস্থ আছেন এবং তাদেরকে পরবর্তী চিকিৎসা সেবার জন্য শেবা তেল-হাশোমার মেডিক্যাল সেন্টারে পাঠানো হয়েছে।’
এদিকে জিম্মি উদ্ধারের এই অভিযানে বহু লোক হতাহত হয়েছে বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
আল আকসা হাসপাতালের কর্মকর্তারা জানান, আহতদের সেবা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘বহু আহত লোক মাটিতে পড়ে আছেন। স্বল্প চিকিৎসা ব্যবস্থা ব্যবহার করে চিকিৎসকেরা তাদের রক্ষার চেষ্টা করছেন।’