রামমন্দির নির্মাণ করেও কাজে এল না মোদির। ভারতের অযোধ্যা শহর যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই ফৈজাবাদে হেরে গেছে বিজেপি।
বিজেপির প্রার্থী লালু সিংকে পরাজিত করে ওই আসনে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির (সপা) অবধেশ প্রসাদ।
এ বছরের জানুয়ারি মাসে অনেকটা তাড়াহুড়া করেই রাম মন্দিরের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৪ সালের নির্বাচনে রাম মন্দিরই যে সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠবে, ভারতের রাজনৈতিক মহলে তা নিয়ে সন্দেহের অবকাশ ছিল না, কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেল বড় চমক।
কলকাতা টিভির খবরে বলা হয়েছে, এই আসনে হ্যাটট্রিকের আশায় ছিল বিজেপি। হিন্দুত্ববাদকে পুঁজি করে সেখানে নির্বাচনি প্রচার চালায় দলটি, কিন্তু তা কাজেই লাগেনি।
বেকারত্ব ও দারিদ্র্য নিয়ে আগে থেকেই সোচ্চার ছিলেন ওই আসনের ভোটাররা। ভোটেও দেখা গেল তার প্রকাশ।
দীপাবলির আগের রাতে রাম মন্দির চত্বরে ২২ লাখ প্রদীপ জ্বালানো হয়। তার পরদিন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব একটি ভিডিও শেয়ার করেন।
ওই ভিডিওতে দেখা যায়, সরযূর ঘাটে প্রদীপ থেকে তেল নিয়ে পাত্রে ভরছে কয়েকজন।
এ বিষয়টিতে ইঙ্গিত করে অখিলেশ মন্তব্য করেন, ‘যেখানে দারিদ্র্য প্রদীপ থেকে তেল নিয়ে যেতে বাধ্য করে, সেখানে উৎসবের আলো টিমটিম করে। আমাদের একটাই কামনা, এমন এক উৎসব হোক যাতে শুধু ঘাট নয়, প্রত্যেকের ঘর আলোকিত হয়ে ওঠে।’
মঙ্গলবার ভোট গণনা শুরু হতেই বিজেপি প্রার্থী লালু সিং ধীরে ধীরে পিছিয়ে পড়েন। পাঁচ রাউন্ডের গণনা শেষে ১৫ হাজার ভোটে এগিয়ে যান সপা প্রার্থী অবধেশ।
অযোধ্যার ভোটারদের মানসিকতার প্রভাব দেখা গেছে গোটা উত্তরপ্রদেশেই। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরপ্রদেশের ৪০টি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, এনডিএ জোট এগিয়ে ৩৯টি আসনে।