ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায় বেরেলিতে জয়ের ব্যবধানে মা সোনিয়া গান্ধীকে ছাড়িয়ে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বেলা সোয়া ২টার দিকে নির্বাচন কমিশনের ডেটা অনুযায়ী, আসনটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী দীনেশ প্রতাপ সিংয়ের চেয়ে দুই লাখ ৬২ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন রাহুল।
উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী দীনেশ।
রায় বেরেলি আসনে ২০০৪ সাল থেকে জিতে আসেন সোনিয়া গান্ধী। ২০১৯ সালে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে আসনটিতে দীনেশ প্রতাপ সিংয়ের চেয়ে এক লাখ ৬৭ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হন তিনি।
এবারের লোকসভা নির্বাচনে সোনিয়ার আসনটিতে প্রার্থী হন তার ছেলে।
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত লোকসভায় উত্তর প্রদেশের আমেঠি আসনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালে আমেঠিতে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান তিনি, তবে ওই বছর কেরালার ওয়েনাড় আসন থেকে জয়ী হন রাহুল।
এবার উত্তর প্রদেশের রায় বেরেলির পাশাপাশি কেরালার ওয়েনাড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রাহুল গান্ধী। দুটিতেই তিনি এগিয়ে ছিলেন।
ওয়েনাড়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া-মার্ক্সবাদী তথা সিপিএমের প্রার্থী অ্যানি রাজার চেয়ে তিন লাখ ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন রাহুল।