আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি নদী পার হওয়ার সময় নৌকাডুবিতে অন্তত ২০ জন নিহত হয়েছে।
নানগারহার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক পরিচালক কুরাইশি বাদলন বলেন, ‘মোহমান্দ দারা জেলায় নদী পার হওয়ার সময় নৌকাডুবিতে নারী ও শিশুসহ ২০ জনের মৃত্যু হয়।’
বাদলন জানান, গ্রামবাসীদের তথ্যানুযায়ী, নৌকাটিতে ২৫ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ৫ জন বেঁচে গেছেন। খবর ইউএনবি
নানগারহার স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত একজন পুরুষ, একজন নারী, ২ জন ছেলে ও একজন মেয়েসহ মোট ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় একটি মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
কর্মকর্তারা দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে বলেছেন, উদ্ধারকারীরা এখনও অন্যান্য মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
উল্লেখ্য, এলাকার বাসিন্দারা প্রায়ই গ্রাম ও স্থানীয় বাজারের মধ্যে যাতায়াতের জন্য স্থানীয়ভাবে তৈরি নৌকা ব্যবহার করে থাকেন।