যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে বৃহস্পতিবার ৩৪টি অপরাধে ডনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পর দাঙ্গা, ‘বিপ্লব’ ও সহিংস প্রতিশোধের আহ্বানে সাবেক প্রেসিডেন্টপন্থি ওয়েবসাইটগুলো সয়লাব হয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করা প্রথম কোনো ব্যক্তি হিসেবে ট্রাম্প দোষী হওয়ার পর তার সমর্থকরা অনলাইনে বেশ কিছু সহিংসতা উদ্রেককারী পোস্ট দেন।
ট্রাম্পপন্থি তিনটি ওয়েবসাইটের (সাবেক প্রেসিডেন্টের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল, প্যাট্রিয়টস ডট উইন ও গ্যাটওয়ে পানডিট) কমেন্ট বিশ্লেষণ করেছে রয়টার্স।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, এসব ওয়েবসাইটে ট্রাম্প সমর্থকদের কেউ কেউ বিচারকদের ওপর হামলার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ বিচারক ও রায় ঘোষণাকারী বিচারপতি জুয়ান মেরচ্যানকে হত্যার ডাক দিয়েছেন। কেউ আবার সরাসরি গৃহযুদ্ধ ও সশস্ত্র বিদ্রোহের আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প সমর্থকদের এমন সহিংস আহ্বান নতুন নয়। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ার পর সহিংসতার হুমকি ও ভীতি প্রদর্শনকারী বক্তব্য বাড়তে থাকে।
দ্বিতীয়বার হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে থাকা ট্রাম্প তার মামলার বিচারক ও কৌঁসুলিদের বাইডেন প্রশাসনের ‘দুর্নীতিগ্রস্ত হাতিয়ার’ হিসেবে আখ্যা দিয়েছেন।
পর্ন তারকার মুখ বন্ধ রাখতে অর্থ দেয়ার বিষয়টি ধামাচাপা দিতে ব্যবসা সংক্রান্ত নথিতে মিথ্যা বর্ণনা দেয়ার ঘটনায় দোষী হন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।
এ মামলার সাজা ঘোষণা হবে ১১ জুলাই, যে তারিখের চার দিন পর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে ট্রাম্পকে আনুষ্ঠানিক মনোনয়ন দেবে রিপাবলিকান পার্টি।