গাজায় যুদ্ধবিরতি নয়, বরং হামলা চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলি পার্লামেন্টে এক বক্তব্যে তিনি ঘোষণা দেন বলে বিবিসির মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়েছে।
রাফাতে ইসরায়েলি হামলা অন্তত ৪৫ জনের প্রাণহানি এবং বিমান হামলা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার মধ্যে হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন নেতানিয়াহু।
রাফার গাজান শহরে রোববার ইসরায়েলি বিমান হামলায় একটি শরণার্থী শিবিরের তাঁবুতে আগুন লেগে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।
ওই প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, হামলাটি ছিল একটি দুঃখজনক দুর্ঘটনা। তবে প্রতিটি লক্ষ্য অর্জনের আগে আমি যুদ্ধ শেষ করতে চাই না।
হামাস পরিচালিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, রাফার গাজান শহরে ইসরায়েলি বিমান হামলায় নিহতদের মধ্যে ২৩ জন শিশু, নারী ও বৃদ্ধ ছিল।
হামলায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, গাজানের তেল আল-সুলতান এলাকায় হামলাটি চালানো হয়। পরিবারগুলো যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এ ঘটনা ঘটে।
সপ্তাহ দুয়েক আগে রাফায় আগ্রাসন শুরুর আগে সীমান্ত থেকে সরিয়ে দেয়া শরণার্থীদের একটি বড় অংশ এই এলাকায় ক্যাম্প করে আছে।
গাজায় ইসরায়েলের টানা হামলার মধ্যে সম্প্রতি হামাস ইসরায়েলের তেল আবিব এলাকায় একটি বড় রকেট হামলা চালিয়েছে। এমন সময় এ হামলা হয় যখন ইসরায়েল জাতিসংঘের শীর্ষ আদালতের রায়কে অমান্য করে রাফাহতে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলে গত ৭ অক্টোবরের হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন। তারা আরও ২৫২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। ওই সময়ই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রায় ৩৬ হাজারের মতো মানুষ নিহত হয়েছেন।