বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাফাহতে বাস্তুচ্যুতদের শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৩৫

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ মে, ২০২৪ ০৯:৩৪

আল জাজিরার সোমবারের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী রাফা শহরের একটি পরিকল্পিত নিরাপদ অঞ্চলে বাস্তুচ্যুত লোকদের শিবিরে বোমা হামলা চালিয়েছে বলে কর্মকর্তাদের জানিয়েছেন। এ হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

শহরের তাল আস-সুলতান এলাকায় চালানো এ হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটির সোমবারের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী রাফা শহরের একটি পরিকল্পিত নিরাপদ অঞ্চলে বাস্তুচ্যুতদের শিবিরে বোমা হামলা চালিয়েছে বলে কর্মকর্তাদের জানিয়েছে। এ হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় জাবালিয়া, নুসেইরাত এবং গাজা সিটিসহ গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রগুলোতে বোমাবর্ষণ করেছে এবং ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে এতে কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন।

হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামাস যোদ্ধাদের লক্ষ্যবস্তু করে এ হামলা করেছে। এ সময় আগুন লেগে বেসামরিক লোকজন আহত হয়েছে বলেও স্বীকার করেছে বাহিনীটি।

এর আগে অবিলম্বে রাফাহতে সামরিক অভিযান বন্ধ করতে শুক্রবার ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দক্ষিণ আফ্রিকার করা মামলার পরিপ্রেক্ষিতে এক জরুরি রায়ে এ নির্দেশ দেয় জাতিসংঘের শীর্ষ এ আদালত।

আইসিজের রায় ঘোষণার কয়েক মিনিটের মধ্যে রাফা শহরের কেন্দ্রে অবস্থিত শাবউরা ক্যাম্পে ইসরায়েলের সামরিক বিমান দফায় দফায় হামলা চালায় বলে জানায় বিবিসি।

৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৩৫ হাজার ৯৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮০ হাজার ৬৪৩ জন। সেই তারিখে হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ১৩৯।

এ বিভাগের আরো খবর