বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাফাহতে হামলা বন্ধে দক্ষিণ আফ্রিকার আবেদন, রায়ের অপেক্ষা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ মে, ২০২৪ ১৪:০৮

দক্ষিণ আফ্রিকা গত বছর আন্তর্জাতিক এ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করে। সেই বৃহত্তর মামলার অংশ হিসাবেই দেশটি পরে রাফাহতে অভিযান বন্ধে এ জরুরি ব্যবস্থা চেয়ে আবেদন করে।

গাজার রাফাহতে ইসরায়েলের অভিযান বন্ধের আদেশ দেয়ার জন্য আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) কাছে দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষিতে শুক্রবার রায় দেবে আদালত।

ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকা নিশ্চিত করতে গতসপ্তাহে আফ্রিকার আইনজীবীরা দক্ষিণ গাজা শহরে (বিশেষ করে রাফাহ) ইসরায়েলের আক্রমণ বন্ধের জন্য আইসিজের কাছে জরুরি ব্যবস্থা চেয়ে আবেদন করেন বলে জানায় রয়টার্স।

সংবাদ সংস্থাটির শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল বারবার গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন বলে আসছে। দেশটি আদালতে যুক্তি দিয়েছে, গাজায় অভিযানগুলো আত্মরক্ষার জন্য এবং ৭ অক্টোবর ইসরায়েলে হামলাকারী হামাসের লক্ষ্যবস্তু।

ইসরায়েলি সরকারের এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন, ‘পৃথিবীর কোনো শক্তি ইসরায়েলকে তার নাগরিকদের রক্ষা করা এবং গাজায় হামাসের পেছনে যেতে বাধা দেবে না।’

একজন ইসরায়েলি সামরিক মুখপাত্র জানান, সেনাবাহিনী রাফাহতে সতর্কতার সঙ্গে এবং সুনির্দিষ্টভাবে কাজ করছে।

দক্ষিণ আফ্রিকা গত বছর আন্তর্জাতিক এ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করে। সেই বৃহত্তর মামলার অংশ হিসাবেই দেশটি পরে রাফাহতে অভিযান বন্ধে এ জরুরি ব্যবস্থা চেয়ে আবেদন করে।

এর আগে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাসের প্রধান নির্বাহী ইসমাইল হানিয়াসহ কয়েক জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আবেদন করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান।

আল-জাজিরার সোমবারের খবরে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের অপর দুই শীর্ষ নেতা আল কাসেম ব্রিগেডের নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি এবং ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন ওই কৌসুঁলি।

নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য হেগভিত্তিক আদালতের প্রি-ট্রায়াল চেম্বার-১ এ আবেদন করা হয় বলে জানান তিনি।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার শাসক দল হামাসের হামলার জবাবে উপত্যকায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল।

দেশটির হামলায় গাজায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩৫ হাজার ৮০০ মানুষ। উপত্যকায় আহত হয়েছে ৮০ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি।

এ ছাড়া ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় কমপক্ষে সাত হাজার মানুষ নিখোঁজ রয়েছে, যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর