ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে বৃহস্পতিবার ইসরায়েলের যুদ্ধবিমান ও ট্যাংক দিয়ে চালানো হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে বরে জানিয়েছে ওয়াফা।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটির খবরে বলা হয়, মানবিক সহায়তাসামগ্রীর একটি গুদামে হামলা চালায় ইসরায়েল। এর ফলে নারী, শিশুসহ ১২ জন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়।
ওয়াফা জানায়, ইসরায়েলের জঙ্গিবিমান গাজা সিটির উত্তরে শেখ রাদওয়ান এলাকায় একটি বাড়িতে ব্যাপক বোমাবর্ষণ করে। এতে আরও কয়েকজন হতাহত হয়।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার শাসক দল হামাসের হামলার জবাবে উপত্যকায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল।
দেশটির হামলায় গাজায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩৫ হাজার ৮০০ মানুষ। উপত্যকায় আহত হয়েছে ৮০ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি।
এ ছাড়া ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় কমপক্ষে সাত হাজার মানুষ নিখোঁজ রয়েছে, যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফিলিস্তিনি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভাষ্য, গাজায় হতাহত ফিলিস্তিনিদের বেশির ভাগ নারী ও শিশু।