দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পরও ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের বন্ধন জোরদার অব্যাহত রাখবে বলে বুধবার জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি।
ইরানের প্রয়াত প্রেসিডেন্টের প্রতি সম্মান জানাতে তেহরান সফরে আসা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়, রাইসির মৃত্যুতে সমবেদনা জানাতে আসায় কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের সর্বোচ্চ নেতা। ওই সময় তিনি ইরান ও কাতারের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেয়ার ওপর জোর দেন।
ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতিসহ হেলিকপ্টারের ৯ আরোহীর সবাই নিহত হন।
খামেনি বলেন, এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নস্যাতের চেষ্টার মধ্যে দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।
এদিকে কাতারের আমির শেখ তামিম বলেন, ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক সবসময়ই শক্তিশালী ছিল এবং তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘ইরানের সঙ্গে সম্পর্ক বর্ধিতকরণে কোনো সীমাবদ্ধতা দেখছি না আমরা।’